স্টাফ রিপোর্টার: কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সাথে সুমি গ্রুপের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় সুমি গ্রুপের নয়টি প্রতিষ্ঠান এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্পমূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন। সুমি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন । এসময় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।