করোনায় মারা গেলেন ফটোগ্রাফার জিয়া ইসলামের বাবা
দৈনিক প্রথম আলোর বিশেষ ফটোগ্রাফার জিয়া ইসলামের বাবা সাবেক বন কর্মকর্তা জহুরুল ইসলাম (৮৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রংপুর নগরীর করোনা ডেডিকেডেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি নগরীর গুপ্তপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। নগরীর সালমা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে গতকাল তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার লতামারী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে আজ শুক্রবার তাঁর লাশ দাফন সম্পন্ন হবে।