কলমে রংপুরের নারী শীর্ষক বিশেষ সাহিত্য আসর
স্টাফ রিপোর্টারঃ নারী লেখিকাদের নিয়ে “কলমে রংপুরের নারী শীর্ষক বিশেষ সাহিত্য আসর” শুক্রবার বিকেলে টাউনহল চত্বরে অভিযাত্রিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ সাহিত্য আসরের আয়োজন করে দেশের অন্যতম সাহিত্য সংগঠন অভিযাত্রিক সাহিত্য সংস্কৃতি সংসদ রংপুর।
বিশেষ সাহিত্য আসরে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কবি সাহিদা মিল্কী, বাচিক শিল্পী রেজিনা সাফরিন। বিশেষ সাহিত্য আসর সমন্বয়ক সাহিনা সুলতানার উপস্থাপনায় কবিতা পাঠে অংশ নেন কবি নুর নাহার বেগম, উপন্যাসিক সিরাজুন নাহার সাথী, গল্পকার নাহিদা ইয়াসমিন, কবি হেলেন আরা সিডনি, বাচিক শিল্পী তৌহিদা খাতুন সুইটি, কবি অঞ্জলি রানী দেবী, কবি ও সাংবাদিক লাবনী ইয়াসমিন লুনি, রেজভী লাবলী, কবি সারমিন আক্তার মনি, কবি ইতি, কবি সফুরা খাতুন, নাসরিন নাজসহ অন্যান্য নারী লেখিকাগণ।
এছাড়াও এই আসরে কবিতা পাঠ করেন অভিযাত্রিক সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান বাবু, সাহিত্য সম্পাদক মাসুদ বশীর, কবি তাপস মাহমুদ, জাহিদ হোসেন, মাসুম মোর্শেদসহ অন্যান্য কবি সাহিত্যিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন এই বিশেষ সাহিত্য আসরের যুগ্ম সমন্বয়ক রিতা সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম। সবশেষে গান পরিবেশন করেন সুরকার ও কণ্ঠশিল্পী শাহীল ফারহান লিয়ন।