স্টাফ রিপোর্টার॥ রংপুরের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা মনোয়ারুল ইসলাম মাসুদ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হয়েছেন। সম্প্রতি অনুমোদিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই হয় মাসুদের। মনোয়ারুল ইসলাম মাসুদ ইতিপূর্বে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মনোয়ারুল ইসলাম মাসুদ রংপুরের পীরগাছা উপজেলার সন্তান।
এদিকে মনোয়ারুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নির্বাচিত হওয়ায় রংপুরের যুবলীগ আনন্দ প্রকাশ এবং সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।