গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় অসময়ের ঝড়ো হাওয়ায় আমন ও রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। সম্প্রতি সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের কারণে সারাদেশের ন্যায় গঙ্গাচড়ায়ও ভারি বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যায়। ফলে উপজেলার ৯টি ইউনিয়নের অনেক কৃষকের আধাপাকা আমন ধান মাটিতে হেলে পড়েছে ও আগাম সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৪৫ হেক্টর। তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ আরো ৩ গুণ। গঙ্গাচড়া সদর ইউনিয়নের উত্তরপাড়ার কৃষক নওশা মিয়া, মাঠেরপাড়ের মান্নান, বড়বিল ইউনিয়নের মনিরাম ডাক্তারপাড়ার আবুল হাসেম, চৌধুরীপাড়ার লাভলু মিয়া, কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ স্কুলপাড়ার মমিনুর ইসলামসহ অনেক কৃষকের আধাপাকা আমন ধান ঝড়ো হাওয়ায় মাটিতে হেলে পড়েছে। অন্যদিকে সদর ইউনিয়নের চেংমারী গ্রামের বাবুরামসহ একাধিক সবজি চাষি বলেন, ঝড়ো হাওয়ায় তাদের ক্ষেতের শীতকালীন সবজি বেগুন, মুলা, মরিচ, টমেটো, বাঁধাকপি ও ফুলকপির গাছ হেলে পড়েছে। এছাড়া লাল, পালং ও লাউ শাক মাটিতে মিশে গেছে।
উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানান, ঝড়ো হাওয়ায় আমন ও রবিশস্যের ক্ষতি হয়েছে।