আসাদুজ্জামান মিলন,(ঢাবি):
বর্তমান সময়ের অন্যতম দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রকে(টিএসসি)-কে আধুনিকায়ন.তারই ধারাবাহিকতায় আধুনিক ও যুগোপযোগী টিএসসি নির্মাণের জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কণ্যা শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রকে (টিএসসি) নতুনভাবে গড়ে তোলা হবে।২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে একথা জানান প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন হলগুলো সংস্কার করা হবে। একইসঙ্গে সংস্কার করা হবে বিশ্ববিদ্যালয়ের পুকুরগুলো।
পাবলিক লাইব্রেরিকে ডিজিটাল করে উন্নত করা হবে, যুক্ত হবে ডিজিটাল ব্যবস্থা।
আগামী নতুন প্রজন্মের জন্য এগুলো করে যেতে চান বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন করে নতুন প্রজন্মের জন্য তৈরি করতে চাই।
নির্মাণ করবে গণপূর্ত অধিদপ্তর(PWD), মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গণপূর্ত অধিদপ্তরের সুযোগ্য প্রধান প্রকৌশলী জনাব আশরাফুল আলম মহোদয় এটিকে দ্রুত বাস্তবায়নের উদ্দ্যোগ নিয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরোনো ঐতিহ্য, দর্শন ও থিমকে অক্ষুণ্ণ রেখে আশেপাশের যে সমস্ত অবকাঠামো আছে সেগুলোকে ধারণ করে শুধু টিএসসির ভেতর যেসব অবকাঠামো আছে,যেসব সুবিধা বৃদ্ধি করা যায় যেগুলো সংঘবদ্ধ করে আমরা আধুনিক টিএসসি নির্মাণ করতে চাই। এছাড়াও তিনি বলেন,টিএসসির সাথে সাথে পুরোনো হল সংস্কার, বাংলা একাডেমি, পাবলিক লাইব্রেরি, জাতীয় যাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংস্কার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে মুজিব বর্ষে এরুপ একটি যুগোপযোগী উদ্যোগ নেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ও শিক্ষক আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছে।