ড. এম এ ওয়াজেদ মিঞার কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় মহিলা লীগ নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পুর্ণ পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিঞা’র কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শুক্রবার (২০ মে) বিকেলে পীরগঞ্জের লালদিঘী ফতেপুর প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।
কবর জিয়ারতে অংশ নেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরি, সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী, সদস্য তন্বী, রংপুর জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, সিনিয়র সহ-সভাপতি উম্মে রুহানি কোকিলা, সহ-সভাপতি পারভীন আক্তার, সাংগঠনিক সম্পাদক আফরোজা আজিজ কনি, দপ্তর সম্পাদক লাভলী ইয়াসমিন রত্না, প্রচার সম্পাদক মনোয়ারা খাতুন বনি, কৃষি বিষয়ক সম্পাদক শাহাজাদী ইয়াসমিন কেয়া, পীরগঞ্জ মহিলা লীগের সভাপতি জোহরা বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।