**রংপুর নাগরিক সমাজ(RNS) সংগঠনের নিউজ পোর্টাল rnsnews24.com এ স্বাগতম।  *** প্রতিনিধি নিয়োগ*** রংপুর বিভাগের সকল জেলা ও রংপুর জেলার সকল উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ- 01722-882770 ।  *** সবার আগে নির্ভুল সংবাদ পেতে নিয়মিত ভিজিট করুন।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুলনায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন   রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শতাধিক চিকিৎসক নিয়ে ডক্টরস নাইট অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ কে এই রংপুরের আহসানুল হক রংপুরে দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ রংপুর সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী ডালিয়া উঠান বৈঠক অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাজ্জাজের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী কেন্দ্রীয় অনুমোদন পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটি জাল দলিল করে জমি আত্মসাৎ করার ঘটনায় লিপি খান-শিমুল ভরসাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা রসিক স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
তিনটি পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক

তিনটি পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক

ঢাকা প্রতিবেদক,

পাসপোর্ট সেবায় নানা অনিয়মের অভিযোগ পেয়ে দেশের তিনটি পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ঢাকার আগারগাঁও, বগুড়া ও দিনাজপুর পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। অভিযানে ঢাকায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দুদক জানিয়েছে, সহকারী পরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে পুলিশসহ সাত সদস্যের একটি দল রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে ব্যাপক অনিয়মের প্রমাণ পায়। দুদকের দলটি ছদ্মবেশে অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করে। পরস্পর যোগসাজশে সেবাগ্রহীতাদের কাছ থেকে নির্ধারিত ফিয়ের অতিরিক্ত টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে দুদকের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করবেন (রাতেই মামলাটি করা হতে পারে)। মামলায় আসামি করা হচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রিন্টিং শাখার দুই নিম্নমান সহকারী সৈয়দ আল আমিন ও রাজু আহমেদ এবং পাসপোর্ট অফিসের দালাল রহিজ উদ্দিন, ওয়াহিদ হোসেন বাবু ও ওয়াহিদুর রহমান সোহাগ। এঁদের মধ্যে রহিজ উদ্দিন, ওয়াহিদ হোসেন বাবু ও ওয়াহিদুর রহমান সোহাগকে গ্রেপ্তার করেছে দুদক দল। তাঁদের কাছ থেকে ১৩টি পাসপোর্ট ও ২৭ হাজার ৬২৩ টাকা উদ্ধার করা হয়েছে।

এদিকে সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের এনফোর্সমেন্ট দল বগুড়া পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে অভিযান চালায়। এ সময় সেখানে দালালদের প্রত্যক্ষ উপস্থিতি না থাকলেও তারা আশপাশে ছিল। তারা অফিসের বাইরে ফটোকপির দোকানগুলোতে অবস্থান করে তাদের কর্মকাণ্ড চালায়। দুদকের দলটি জেলা পাসপোর্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালককে দালালদের দৌরাত্ম্যের বিষয়ে অবহিত করে।

আরেক অভিযানে সহকারী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে একটি দল দিনাজপুর পাসপোর্ট অফিস পরিদর্শন করে অনিয়মের অস্তিত্ব পায়। দলটি পাসপোর্ট অফিসের আশপাশে এবং বিভিন্ন জায়গায় অবস্থান করে পাসপোর্ট করতে আগ্রহী লোকজনের সঙ্গে আলাপ-আলোচনা এবং সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। তাঁদের কাছ থেকে জানা যায়, স্থানীয় এক দালাল আনসার সদস্যদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে সেবা প্রার্থীদের হয়রানি, দালালি এবং ফরম পূরণের কাজ করে থাকে। একজন অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর সেবাপ্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং আবেদনপত্রে ভুল না থাকা সত্ত্বেও নানা অজুহাতে ফিরিয়ে দেন। ফলে বাধ্য হয়ে সেবাপ্রার্থীরা দালালদের শরণাপন্ন হন। এ বিষয়ে জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে অবহিত করা হলে তিনি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে দুদক দলকে আশ্বস্ত করেন।পাসপোর্ট সেবায় নানা অনিয়মের অভিযোগ পেয়ে দেশের তিনটি পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ঢাকার আগারগাঁও, বগুড়া ও দিনাজপুর পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। অভিযানে ঢাকায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দুদক জানিয়েছে, সহকারী পরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে পুলিশসহ সাত সদস্যের একটি দল রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে ব্যাপক অনিয়মের প্রমাণ পায়। দুদকের দলটি ছদ্মবেশে অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করে। পরস্পর যোগসাজশে সেবাগ্রহীতাদের কাছ থেকে নির্ধারিত ফিয়ের অতিরিক্ত টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে দুদকের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করবেন (রাতেই মামলাটি করা হতে পারে)। মামলায় আসামি করা হচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রিন্টিং শাখার দুই নিম্নমান সহকারী সৈয়দ আল আমিন ও রাজু আহমেদ এবং পাসপোর্ট অফিসের দালাল রহিজ উদ্দিন, ওয়াহিদ হোসেন বাবু ও ওয়াহিদুর রহমান সোহাগ। এঁদের মধ্যে রহিজ উদ্দিন, ওয়াহিদ হোসেন বাবু ও ওয়াহিদুর রহমান সোহাগকে গ্রেপ্তার করেছে দুদক দল। তাঁদের কাছ থেকে ১৩টি পাসপোর্ট ও ২৭ হাজার ৬২৩ টাকা উদ্ধার করা হয়েছে।

এদিকে সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের এনফোর্সমেন্ট দল বগুড়া পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে অভিযান চালায়। এ সময় সেখানে দালালদের প্রত্যক্ষ উপস্থিতি না থাকলেও তারা আশপাশে ছিল। তারা অফিসের বাইরে ফটোকপির দোকানগুলোতে অবস্থান করে তাদের কর্মকাণ্ড চালায়। দুদকের দলটি জেলা পাসপোর্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালককে দালালদের দৌরাত্ম্যের বিষয়ে অবহিত করে।

আরেক অভিযানে সহকারী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে একটি দল দিনাজপুর পাসপোর্ট অফিস পরিদর্শন করে অনিয়মের অস্তিত্ব পায়। দলটি পাসপোর্ট অফিসের আশপাশে এবং বিভিন্ন জায়গায় অবস্থান করে পাসপোর্ট করতে আগ্রহী লোকজনের সঙ্গে আলাপ-আলোচনা এবং সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। তাঁদের কাছ থেকে জানা যায়, স্থানীয় এক দালাল আনসার সদস্যদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে সেবা প্রার্থীদের হয়রানি, দালালি এবং ফরম পূরণের কাজ করে থাকে। একজন অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর সেবাপ্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং আবেদনপত্রে ভুল না থাকা সত্ত্বেও নানা অজুহাতে ফিরিয়ে দেন। ফলে বাধ্য হয়ে সেবাপ্রার্থীরা দালালদের শরণাপন্ন হন। এ বিষয়ে জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে অবহিত করা হলে তিনি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে দুদক দলকে আশ্বস্ত করেন।

সংবাদটি সবাইকে জানাতে আপনার স্যোস্যাল অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করুন




©২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। আর এন এস নিউজ ২৪.কম।