**রংপুর নাগরিক সমাজ(RNS) সংগঠনের নিউজ পোর্টাল rnsnews24.com এ স্বাগতম।  *** প্রতিনিধি নিয়োগ*** রংপুর বিভাগের সকল জেলা ও রংপুর জেলার সকল উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ- 01722-882770 ।  *** সবার আগে নির্ভুল সংবাদ পেতে নিয়মিত ভিজিট করুন।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুলনায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন   রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শতাধিক চিকিৎসক নিয়ে ডক্টরস নাইট অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ কে এই রংপুরের আহসানুল হক রংপুরে দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ রংপুর সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী ডালিয়া উঠান বৈঠক অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাজ্জাজের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী কেন্দ্রীয় অনুমোদন পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটি জাল দলিল করে জমি আত্মসাৎ করার ঘটনায় লিপি খান-শিমুল ভরসাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা রসিক স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যান সংস্থার অান্তর্জাতিক নারী দিবসের অালোচনা সভা।

দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যান সংস্থার অান্তর্জাতিক নারী দিবসের অালোচনা সভা।

নীলফামারী প্রতিনিধি: দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যান সংস্থার অায়োজনে অান্তর্জাতিক নারী দিবসের অালোচনা সভা অনুষ্টিত হয়েছে।

অাজ শুক্রবার (৮ই মার্চ )পুরাতন ষ্টেশন রোড়, ডালপট্রি, নীলফামারীতে দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যান সংস্থার অায়োজনে অান্তর্জাতিক নারী দিবসের অালোচনা সভা অনুষ্টিত হয়েছে।

দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যান সংস্থার সভাপতি অাব্দুল মোমিনের সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান বাবুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,সহ-সভাপতি সৈয়দ অারফিন জুই মুদ্রা, সাংগঠনিক সম্পাদক অা: মমিত, অর্থ সম্পাদক হাফিজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল ইসলাম, কার্যনির্বাহী সদস্য বৈশাখী অাক্তার, নাজির হোসাইন প্রমুখ।

দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যান সংস্থার সভাপতি অাব্দুল মোমিন সভাপতিত্বের বক্তব্যে বলেন, নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ১৮৫৭ সালে ৮ মার্চ নিউইয়র্কের সুতা কারখানায় কর্মরত নারীশ্রমিকরা সড়কে আন্দোলনে নামতে বাধ্য হন । সেদিন বেতন বৈষম্য, নির্দিষ্ট কর্মঘন্টা আর কাজের বৈরি পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নারীরা একজোট হলে তাদের উপর কারখানা মালিকেরা আর মদদপুষ্ট প্রশাসন দমন-পীড়ন চালায়। প্রায় অর্ধশতাব্দী পর ১৯০৮ সালে জার্মানীতে এ দিনটি স্মরণে প্রথম নারী সম্মেলন অনুষ্ঠিত হয় । এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৭টি দেশ থেকে প্রায় ১০০ জন নারী প্রতিনিধি এতে অংশ নিয়েছিলেন।এ সম্মেলনেই প্রথমবারের মত ক্লারা প্রতি বছরের ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালন করার প্রস্তাব দিয়েছিলেন। এ প্রস্তাবে সাড়া দিয়ে ১৯১৪ সাল থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ নারী দিবস পালিত হয়। বাংলাদেশে ১৯৭১ সাল থেকেই ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের আহ্বান করলে এরপর থেকে সারা বিশ্বব্যাপী দিনটি পালিত হয়ে আসছে। এছাড়াও তিনি বলেন, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, যৌতুক মুক্ত সমাজ গঠনের জন্য অামাদের সকলকে একত্রিত ভাবে কাজ করতে হবে।

সংবাদটি সবাইকে জানাতে আপনার স্যোস্যাল অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করুন




©২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। আর এন এস নিউজ ২৪.কম।