স্টাফ রিপোর্টার॥
নগরীর ২০ নং ওয়ার্ডের গুড়াতিপাড়া আব্দুল করিম শাহ জালাল (রহঃ) দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাদ ঢালাই নির্মান কাজের উদ্বোধন করা হয়। গতকাল (২৩ নভেম্বর) সোমবার সকালে মাদ্রাসার ২য় তলার ছাদ ঢালাই নির্মান কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধন শেষে মাদ্রাসার উন্নয়ন ও সকলের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ শাহীন । এ সময় উপস্থিত ছিলেন গুড়াতিপাড়া আব্দুল করিম শাহ জালাল (রহঃ) দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম, সাধারণ সস্পাদক সাবেক কাউন্সিলর বহুলুল ইসলাম জেপলীন,¬¬ গুড়াতিপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনিছুল ইসলাম রাজু, বিশিষ্ট ঠিকাদার মতলুবর রহমান বাদল, রংপুর কোট মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা হাফিজুল ইসলাম, আলহাজ¦ নুরু মিয়া, গুড়াতিপাড়া মসজিদের সাবেক খতিব তসলিম মাওলানা, কারী আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল্লাহ সরকার, শ্রমিক নেতা তাজুল ইসলাম হারুন, রতন মিয়া, রবিউল ইসলাম, আবুল কালাম আজদা, মোসলেম, মনোয়ার হোসেন মুকুল, মোয়জ্জেম আজিজার রহমান, হোসেন মিয়া, যুবলীগ নেতা সাইফূল ইসলাম, মাহাবুব নাসির টুটুল, জাপা নেতা আমিনুল ইসলান, জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সোবহান মজিব বিদ্যুৎ সহ অন্যান্য নেতৃবৃন্দ।