নীলফামারী প্রতিনিধি ॥
র্বণাঢ্য আয়োজনে নীলফামারীতে পালতি হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ।
আজ মঙ্গলবার শহীদদরে প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোর ৫.৫৫ মিঃ হাই স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনরি পর চৌরঙ্গী মোড়ে স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে ফুল দেয়ার মাধ্যমে স্বাধীনতা দবিসরে র্কমসূচী শুরু করেন জেলা প্রশাসন।
শহীদদরে প্রতি বিনম্্র শ্রদ্ধায় ফুল দিয়ে জলো প্রশাসক বগেম নাজয়িা শরিনি, পুলশি সুপার মোহাম্মদ আশরাফ হোসনে। এছাড়াও জলো মুক্তযিোদ্ধা, স্কুল কলজে ও বভিন্নি রাজনতৈকি দল, রিপোর্টার্স ইউনিটি ও সাংস্কৃতকি সংগঠন ফুল দিয়েছেন।
পরে শহীদদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করে।অপরদিকে সকাল ৮.৩০ মিঃ দেশ ব্যাপি একযোগে জাতীয় সঙ্গীত গাওয়া ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সরকারি হাই স্কুল মাঠে সরকার-িবসেরকারি বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠিান অংশগ্রহণে র্বণাঢ্য কুচকাওয়াজ ও শারীরকি কসরতের ছালাম গ্রহন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলশি সুপার মোহাম্মদ আশরাফ হোসনে। পরে কুচকাওয়াজ ও শারীরকি কসরত প্রর্দশন করা হয়।