নৌকা মার্কার আবেদন পত্রই নিলেন না কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগ
স্টাফ রিপোর্টার॥
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশীর আবেদন পত্রই নিলেন না ২ নং কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। ঘটনাটি ঘটেছে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ২ নং কুর্শা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায়। সেই সাথে পূণরায় জনপ্রিয়তার তলানিতে থাকা বর্তমান ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকারকে মনোনয়নের জন্য সুপারিশ করেছেন ২ নং কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগ। নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ কর্মী ও আওয়ামীলীগের প্রাথমিক সদস্য রুশদ বিন আলফেরদৌস মিশু জানান, ১৬ অক্টোবর শনিবার ২০২১ বিকেলে আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশীর আবেদনপত্র জমা দিতে গেলে আবেদনপত্র নিতে অস্বীকৃতি জানান ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সেই সাথে বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য না হলে তাদের বের হয়ে যেতে বলেন কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিসুল ইসলাম আনিস। রুশদ বিন আলফেরদৌস মিশু আরো জানান, কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগ বর্তমান ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকারের পক্ষ নিয়ে এক চোখা আচরণ করেছেন। কেননা বর্তমান চেয়ারম্যান আফজালুল হক সরকারের জনপ্রিয়তা তলানিতে ঠেকছে। জনগণ ওনাকে আর চায় না। ওনার থেকে আমার জনপ্রিয়তা বেশি থাকায় প্রভাবিত হয়ে ইউনিয়ন আওয়ামীলীগ আমার আবেদনপত্র গ্রহণ করেননি। এ বিষয়ে রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি নির্বাচনের সমন্বয়ক জাসেম বিন জুম্মন জানান, এখনও আমরা কোন চিঠি পাইনি, তবে ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীর আবেদনপত্র না নেয়ার বিষয়টি দুঃখজনক। এদিকে আবেদন পত্র না নেয়া প্রসঙ্গে কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন জানান, আমরা ইউনিয়ন আওয়ামীলীগের সকলের মতামত নাম পাঠানোর সিদ্ধান্ত নেই। এর বাহিরে অন্যকেউ মনোনয়ন চাইলে ঢাকায় মনোনয়ন পত্র কিনে লবিং করে মনোনয়ন নিয়ে আসুক। তাতে আমাদের কোন আপত্তি নাই।