পীরগঞ্জে গ্রাম্য শালিশে স্বাক্ষী দেয়ার অপরাধে চামেলি বেগমের (৪৫) হাত বাশের সাথে বেধে মারপিট করে তার ভাতিজাসহ বাড়ীর লোকজন।
খবর পেয়ে ইউ,পি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি গ্রাম পুলিশ পাঠিয়ে দিয়ে ওই গৃহবধুকে উদ্ধার করেছেন। গত রোববার সন্ধ্যায় উপজেলার কাবিলপুর ইউনিয়নের নিজ কাবিলপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। পরে গৃহবধুর স্বামী রহিম বাদশা ও ভাইয়েরা তাকে পীরগন্জ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছেন। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। তবে গৃহবধুর স্বামী রহিম বাদশা বলেন, রোগী নিয়ে ব্যস্ত থানায় যোগাযোগ করি নাই। আজ রাতে (সোমবার) করবো। ইউ,পি চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, গৃহবধু চামেলীর উপর অন্যায় করা হয়েছে।
উল্লেখ্য, নির্যাতিত গৃহবধু চামেলী বেগম পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট হিংগার পাড়া গ্রামের মৃত্যু দেলখোশের মেয়ে।