“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই উচ্চারণকে সামনে রেখে চৌধুরানী বালিকা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে পীরগাছা থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুমুর রহমান, অফিসার ইনচার্জ, আবু নাসের শাহ মোঃ মাহবুবুর রহমান, চেয়ারম্যান, পীরগাছা উপজেলা পরিষদ; মুসা নাছের চৌধুরী, সহঃ কমিশনার (ভূমি), পীরগাছা উপজেলা; জনাব মোঃ তছলিম উদ্দিন, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পীরগাছা উপজেলা শাখা সহ ০৮ নং কৈকুড়ি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, স্থানীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার জনগণ।
প্রধান অতিথি মহোদয় ধৈর্য্য সহকারে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের বক্তব্য শ্রবণ করেন ও মতামত ব্যক্ত করেন যে, কিভাবে সামাজিক অপরাধ, যেমন- মাদক, জঙ্গীবাদ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভ-টিজিং, চুরি সহ সামাজিক ব্যাধি সমূহ নির্মূল করা যায়। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোর গোড়ে পৌঁছে দিতে জেলা পুলিশ বদ্ধ পরিকর এই বার্তা জানান এবং সাধারণ জনগণকে পুলিশী কর্মকান্ডে সহযোগিতা করতে সকলকে উদাত্ত্ব আহবান জানান।