পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি শহিদুল্লাহ কাওসার।
তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কর্মরত। বৃহস্পতিবার তিনি এ পদোন্নতি পান।
শহিদুল্লাহ্ কাওসার রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ অতিরিক্ত পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশ গঠনের পর নবগঠিত এ ইউনিটে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার দক্ষতা ও মেধার সমন্বয়ে ২০টিরও বেশি ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন, বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন করে ভুক্তভোগীদের বিচার প্রাপ্তি নিশ্চিতে কাজ করেন। নিজ কর্মদক্ষতায় তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সেবা পদকে ভূষিত হয়েছেন।