স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য ভেঙ্গে ফেলার উদ্দেশ্যে বিকৃতি ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর আওয়ামীলীগ। রোববার (৬ ডিসেম্বর ২০২০) সাড়ে ১১ টায় রংপুর মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল এর পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কায়ছার রাশেদ খান শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশীদ, নিধুরাম অধিকারী, সাংগঠনিক সম্পাদক ফযজুল হাসান রুবেল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রাহেল,
মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য তাপস সরকার, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি সাফিউর রহমান স্বাধীন, সাধারণ সম্পাদক শেখ আসিফ প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর ভাষ্কর্য বিকৃতি ও অবমাননার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান এবং সেই সাথে এর মদদাতাদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করার কথা বলেন। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্য ভেঙ্গে ফেলার উদ্দেশ্যে বিকৃতি ও অবমাননার প্রতিবাদে রংপুর মহানগর আওয়ামীলীগের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, মৎসজীবি লীগ পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করে ও সমাবেশ করে।