বিএফএ রংপুর জেলা ইউনিটের মতবিনিময়
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) রংপুর জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নগরীর কলেজ রোড চারতলা মোরস্থ কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) রংপুর জেলা ইউনিটের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, সদস্য মেজবাহুর রহমান, মাহাফুজার রহামন, কামরুজ্জামান মিঠু। এর আগে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর নব নির্বাচিত পরিচালক মোতাহার হোসেন মন্ডল মওলাকে সকল নেতৃবৃন্দ বিএফএ রংপুর জেলা ইউনিটের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান।