বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও বিশেষ মোনাজাত
আষাঢ় মাস শেষ হলেও দিনাজপুরসহ উত্তরাঞ্চলে বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড খরায় মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। গরমে অতিষ্ট হয়ে উঠেছে এখানকার জনজীবন। তাই খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে ইস্তেখারা নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করেছেন দিনাজপুরের বোচাগঞ্জের মানুষ।
আজ শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টায় সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক প্রভাষক আবু তাহের সিদ্দিকীর ইমামতিতে পৌর ঈদগাহ মাঠে দুই রাকাত নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করা হয়।
এলাকাবাসী জানান, পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আমনের আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন কৃষকরা। বৃষ্টির অভাবে বর্ষাকালেও ডাঙা ও কিছু আবাদি জমি ফেটে চৌচির হয়ে গেছে। এ অঞ্চলের প্রধান ফসল ধান। আষাঢ় মাস শেষ হলেও নেই বৃষ্টির দেখা। তাই খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে সকালে ইস্তেখারা নামাজ আদায় করেছেন এলাকাবাসী।
নামাজ শেষে তারা অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য ও আল্লাহর রহমত কামনা করে বৃষ্টি চেয়ে মোনাজাত করা হয়।
স্থানীয় একজন বলেন, আষাঢ় মাস শেষ হলেও এ বছর তেমন বৃষ্টি নেই। তাই আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটান।
সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম বলেন, প্রচণ্ড খরায় মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। গরমে অতিষ্ট হয়ে উঠেছে এখানকার জনজীবন। তাই প্রাণিকুলসহ মানবজাতি এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় করা হয়েছে।