২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কুড়িগ্রামের চিলমারীর ২৬ জন ভিসা নিয়ে ভারতে বেড়াতে যান। করোনার কারণে তাঁরা সেখানে আটকে পড়েন। ভিসার মেয়াদ পার হওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়। আজ তাঁরা দেশে ফিরলেন।
ছাড়া পাওয়াদের একজন মানিক মিয়া মুঠোফোনে বলেন, ‘জেলে থাকতে আমাদের সঙ্গের একজন মারা গেছেন। এতে সবাই ভেঙে পড়ি। আমরা ছাড়া পেয়ে দেশে ফিরতে পারব, পরিবারের সদস্যদের মুখ দেখতে পারব, ভাবি নাই। আমরা গরিব মানুষ। সবাই চেষ্টা না করলে জেলখানায় পচে মরতাম।’
আমিনুল ইসলাম নামের আরেকজন জানান, শনিবার সন্ধ্যায় আসামের ধুবড়ির বিলাসীপাড়া মহকুমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত তাঁদের মুক্তির আদেশ দেন। আজ সকালে সাড়ে ৯টায় তাঁরা ছাড়া পান। এরপর ধুবড়ি থানার সহায়তায় বিশেষ গাড়িতে করে পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্দা স্থলবন্দরে আসেন। সেখানে আনুষ্ঠানিকতা শেষে বিকেল চারটায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে তাঁরা দেশে ঢোকেন।