রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার॥ রংপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্যোষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসন রংপুরের আয়োজনে সকালে সাহিত্যমঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং রাজনৈতিক সামাজিক সংগঠন। শ্রদ্ধা জানান রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্রাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মুহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, রংপুর সিটি করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ। শহিদ ক্যাপ্টেন শেখ কামালের আত্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষের চারা বিতরণ করা হয়।