স্টাফ রিপোর্টার॥ রংপুর অঞ্চল তামাক চাষী ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ মঙ্গলবার(১৫ জুন) দুপুরে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়াসহ ৬ দফা দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর অঞ্চল তামাক চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি হামিদুল হক। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম ফকিরসহ সদস্য মাহাবুব হোসেন, মিজানুর রহমান মিজান, মজিবর রহমান, ফারুক হোসেনসহ তামাক চাষী ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রস্তাবিত বাজেটে নি¤œস্তর সিগারেটের উপর কোন প্রকার শুল্ক ধার্য করা হয়নি। বর্তমানে নি¤œস্তর সিগারেটের প্রায় ৭২ শতাংশ বাজার দখল করে আছে। সিগারেটের নি¤œস্তরটিতে শুল্ক বাড়ালে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করবে। এসময় সমিতির নেতৃবৃন্দ ৬ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে তামাকের ন্যায্য মূল্য নির্ধারণ, তামাক চাষীর সকল উৎপাদিত তামাক বিক্রয়ের নিশ্চয়তা, ২০২০-২১ অর্থবছরের বাজেটে বিড়ির উপর অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর কমানো, বিড়ির উপর আরোপিত অগ্রিম ১০ শতাংশ আয়কর কমানো, তামাক চাষের সুবিধার্থে বহুজাতিক কোম্পানীর আগ্রাসন থেকে মুক্তি ও দেশীয় শিল্প রক্ষার স্বার্থে বিদেশী বহুজাতিক কোম্পানীর নি¤œস্তর সিগারেটের উপর শুল্ক বৃদ্ধি অন্যতম।