রংপুরে দোকানে ভয়াবহ আগুন ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রংপুরের নিউ মাকের্টে ভয়াবহ অগ্নিকান্ডে বিপুল পরিমান মালামালসহ দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার মধ্য রাতে নগরীর নিউ মার্কেটের প্রথম গলির শামীম পার্টস বিতানে এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডে দুটি দোকানের প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। স্থানীয়রা জানায়, বুধবার সোয়া দুটার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূর্হুতের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এরপর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কমীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, দোকানে ইলেকট্রনিকস পন্য ,স্কুলের চামড়ার ব্যাগ থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তারা জানান। এদিকে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স রংপুরের ভারপ্রাপ্ত পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, অগ্নিকান্ডে মানুষের ক্ষতি হয়নি দুটি দোকানের মালামাল পুড়ে গেছে। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি সটসার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত শামীম পার্টস বিতানের মালিক মোঃ আমিন মিয়া জানান,অগ্নিকান্ডে তার দোকানের প্রায় ৩০লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর ছোট ভাই জামিল মিয়া জানান, আমরা প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যাই। খবর শুনে ছুটে আসি ।এসে দেখি সব শেষ।