রংপুরে প্রথমবারের মতো এন্ডোস্কপিক ব্রেইন টিউমার অপারেশন সফলভাবে সম্পন্ন করে ইতিহাস সৃষ্টি করেছেন ছয় সদস্যের চিকিৎসক টিম। সোমবার (১৬ মে) রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে এ অপারেশন সম্পন্ন হয়। রাত সাড়ে দশটায় শুরু হওয়া এ অস্ত্রোপচার আলোর মুখ দেখে রাত তিনটার দিকে।
এ অস্ত্রোপচারে নেতৃত্ব দেন রমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. তোফায়েল হোসাইন ভূঁইয়া। অন্যান্যের মধ্যে ছিলেন, রমেকের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাজকুমার রায়, সহকারী অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক ডা. মোছা. শামীমা সুলতানা ও হাসপাতালের অ্যানেসথেশিওলজি বিভাগের ডা. হাসি। আরো ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. ইসমে আজম জিকো।
এর আগে রংপুর মেডিকেলে কেটে অনেক সফল অস্ত্রোপচার হয়েছে জানিয়ে ডা. ইসমে আজম জিকো বলেন, ‘এবার রমেকের চিকিৎসকরা চিন্তা করলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নাক দিয়ে এন্ডোস্কপিক করার। এন্ডোস্কপিক করতে যত সুযোগ-সুবিধা ও লজিস্টিক সাপোর্ট লাগে, তার কিয়দংশ আছে। রমেকের নিউরোসার্জনরা চিন্তা করলেন, বাদ বাকিটা যদি ঢাকা থেকে সাপোর্ট দিলে অপারেশনটি সফলভাবে সম্পন্ন করতে পারবে। তখন আমাকে ফোন দিয়ে বলা হলো, তোমার ব্যক্তিগত যন্ত্রপাতি আছে, এসব নিয়ে আমাদেরকে অপারেশনটি করার ব্যবস্থা করে দাও, তাহলে এখানে রোগীরও লাভ হলো, একটি নতুন ইতিহাসও সৃষ্টি হলো।’
তিনি আরও বলেন, ‘ব্যাপারটা আমি খুব আনন্দ সহকারে নিয়েছি, আমার ব্যক্তিগত লাখ লাখ টাকার যন্ত্রপাতি নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলে যাই। পরে আমরা সাড়ে দশটার দিকে রোগীকে অ্যানেস্থেশিয়া দেই। কাজ শেষ করতে তিনটা বেজে যায়। সোয়া তিনটার দিকে তাঁর জ্ঞান ফিরে। রোগীর অবস্থা এখন খুবই ভালো। রোগী কথা-বার্তা ও হাঁটা-চলা করতে পারছেন, খেতেও পারছেন। তাঁর অবস্থা উন্নতির দিকে।