স্টাফ রিপোর্টার: ফিস্টুলা রোগীদের দক্ষতা উন্নয়ন ও পুর্ণবাসন বিষয়ক এক কর্মশালা বুধবার রংপুর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মশালায় রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারী জেলার সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ইউএনএফপিএ ও ল্যাম্বের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে ফিস্টুলা রোগীদের বর্তমান অবস্থা তুলে ধরেন ইউএনএফপিএ বাংলাদেশের টেকনিক্যাল অফিসার ডা: অনিমেষ বিশ্বাস। কর্মশালায় ফিস্টুলা রোগীদের দক্ষতা উন্নয়ন ও পুর্ণবাসনে সমাজসেবা অধিদপ্তরের কাছে প্রস্তাবনা তুলে ধরেন ল্যাম্বের ফিস্টুলা প্রকল্প ম্যানেজার ফুয়াদ আহমেদ খান। ল্যাম্বের সহকারী পরিচালক বাপন মানকিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন, এসআরএ্ইচআর প্রকল্পের কুড়িগ্রামের ইনচার্জ ডা: নাসিমুন তাসনিম। রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারী জেলার সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা কর্মকর্তাগণ ফিস্টুলা রোগীদের তৈরীকৃত মাস্ক বিপনন ও সার্বিক সহযোগীতার ব্যাপারে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেন। এসময় প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি ফিস্টুলা রোগীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন করেন।