প্রতিনিধি ॥ রংপুরে অনূর্ধ্ব-১৭ বালক-বালিকাদের নিয়ে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ
ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার বিকেলে রংপুর স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন রংপুরের
জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। জেলা ক্রীড়া অফিসার এস আই এম ফেরদাউস আলমের
সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, ডিএফএ রংপুর সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক সোহেল, রুবায়েত হোসেন খান প্রমুখ। জেলা
পর্যায়ে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ৯ টি করে বালক ও বালিকা দল অংশগ্রহণ করবে। আগামী ২১ জুন টুর্ণামেন্টের দুইটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।