রংপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরতœ, মানবতার আলোকবর্তিকা, গণতন্ত্রের মানসকন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রংপুর জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। রংপুর জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট জিয়াউল হাসান জিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজওয়ানুর রহিম শেখরের সঞ্চালনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন রংপুর জেলার আহ্বায়ক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ রংপুরের স্পেশাল পিপি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট তাজিবুর রহমান লাইজু, ঘাতক দালাল নির্মূল কমিটি রংপুরের সভাপতি ডাঃ মফিজুল ইসলাম মান্টু, রংপুর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আতিক-উল আলম কল্লোল, বাংলাদেশ মানবাধিকার কমিশন রংপুর মহানগর সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম মুকু, রংপুর থিয়েটারের সহ-সভাপতি মোস্তফা জামান বিমান, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল করিম ডলার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য আনিসুল হক খোকা, রংপুর মহানগর মহিলালীগের সহ-সভাপতি মনোয়ারা বেগম মলি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য অধ্যাপিকা হোসনে আরা মুনশি, রংপুর শিক্ষা অঙ্গন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আয়েশা সিদ্দিকা লাভলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য রোটারিয়িন শাহনাজ পারভিন লাভলী, নাজনীন আখতার, ফাতেমা বেগম, জেসমিন ফেরদৌসী মালা, সালমা জাহিদ,সদস্য শেফালী বেগম, রংপুর থিয়েটারের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, জিলানি, সিটি প্রেসক্লাব রংপুরের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, সাংবাদিক আফতাবুজ্জামান হিরু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য শাফিন মোহাম্মদ, রাফিউর রহমান শৈশবসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে গণতন্ত্রের মানসকন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।