দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের বাধা ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে সারাদেশের মতো বিভাগীয় নগরী রংপুরেও বিক্ষোভ করার চেষ্টা করে মহানগর বিএনপি। এসময় পুলিশি বাধার কারণে বিক্ষোভ মিছিল বের করতে পারেনি।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হবার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।
এ সময় পুলিশের সাথে বাক-বিতন্ডা লাগে বিএনপির নেতাকর্মীর সাথে। এক পর্যায়ে বিক্ষোভ মিছিল করতে না পেরে কার্যালয়ের প্রধান ফটকের সামনেই প্রতিবাদ সভা করে বিএনপি।
প্রতিবাদ সভায় নগরীর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় মহানগর বিএনপি ও ছাত্রদল, যুবদল এর নেতাকমীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, রংপুরে কোন অপ্রীতিকর ঘটনার ঘটার সুযোগ নেই। পুলিশ সতর্ক অবস্থানে আছে।