রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা
স্টাফ রিপোর্টারঃ রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ অক্টোবর রংপুর পর্যটন মোটেলে বিদেশী উচ্চ শিক্ষার বিশেষ সেমিনারের কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালটা, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, নেন্ডারল্যান্ড, দুবাই ও মালোশিয়া সহ বিদেশী উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা করা হয়। উক্ত সেমিনারে রংপুর বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ইয়েস এর প্রধান নির্বাহী জনাব নাজমুল হক জামালী, ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার নাজমুল কবির ও ব্যারিস্টার সামিউল ইসলাম জুয়েল, এশিয়ান ট্যুরর্স এর ব্যবস্থাপনা পরিচালক শাহাজান লিটন, ইয়েস এর স্টুডেন্ট কাউন্সিলর নাজরিন হোসাইন প্রিয়া ও সাইমা বৃষ্টি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতায় থাকেন উত্তর অঞ্চলের সনামধন্য প্রতিষ্ঠান এশিয়ান ট্যুরর্স এন্ড ট্যাভেলার্স লিঃ, রংপুর। এখন থেকে রংপুর বিভাগের (ইয়েস) এর সকল ধরণের কার্যক্রম পরিচালনা করবেন এশিয়ান ট্যুরর্স এন্ড ট্যাভেলার্স লিঃ, রংপুর।