রংপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিগণের সাথে প্রশিক্ষণ মতবিনিময়
রেজাউল করিম জীবনঃ রংপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সাংবাদিক-গণমাধ্যম প্রতিনিধিগণের সাথে প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্পের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্প পরিচালক হুমায়ুন কবির, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান। সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর রংপুর উপ-পরিচালক মেজবাহুল আলম। প্রশিক্ষণ ও মতবিনিময়ে বক্তারা শব্দদূষণ রোধে শুধু আইন দিয়ে নয় সরকারের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার আহবান জানান।
মতবিনিময়ে রংপুরে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিগণ অংশ নেন।