রংপুরে সাবান ফ্যাক্টরিতে যৌথ অভিযান
জেলা প্রতিনিধি, রংপুর॥ অনুমোদনহীন রংপুরের দুটি সাবান ফ্যাক্টরিতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া সাজ্জাদ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তির সুত্রে জানা যায়, রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকায় ইকবাল সোপ ফ্যাক্টরী ও শাহ সোপ ফ্যাক্টরী দুটি অনুমোদনহীনভাবে দীর্ঘদিন থেকে সাবান তৈরী এবং বাজারজাত করে আসছিলো। ফ্যাক্টরি দুটির পরিবেশ ছাড়পত্র, কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার উপকরণ ও স্বাস্থ্য সনদ ও কেমিক্যাল সঠিকভাবে সংরক্ষণের ব্যবস্থা ছিলো না। তাছাড়া কেমিস্ট ছাড়াই সাবান তৈরী করছিলো ফ্যাক্টরি দুটিতে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ইকবাল সোপ ফ্যাক্টরির মালিক কলিমুল্ল্যাহ (৬৫) কে ১২ হাজার এবং শাহ সোপ ফ্যাক্টরীর মালিক জাকির হোসেন (৪৩)কে ১২ হাজার টাকা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত। সেই সাথে সকল ত্রুটি সংশোধন না করা পর্যন্ত ফ্যাক্টরীটির সকল কার্যক্রম ও উৎপাদন বন্ধ রাখার আদেশ দেন।
এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পুলিশ কর্মকর্তা, স্যানিটারী ইন্সপেক্টও উপস্থিত ছিলেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া সাজ্জাদ হোসেন জানান, রংপুর নগরীতে অনুমোদনহীন সকল প্রকার ফ্যাক্টরিতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।