স্ট্যাফ রিপোটারঃ
রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাফির বেধরক মারপিট এর কারনে রমেকের সিনিয়র নার্স
মনেকা বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বর্তমানে আছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে খবর নিয়ে জানা যায় যে,সিস্টার্স মনেকা বেগম বার্ন ইউনিটে কর্তব্যরত।
বর্তমানে তিনি রমেকে সার্জারীতে চিকিৎসাধীন আছেন। ধাপ হাজীপাড়া নিবাসী পিতা সফিউল ইসলাম এর উপর ব্যাক্তিগত ভাবে গত কয়েকদিন ধরে চড়াও হয়েছিলেন মেহেদী হাসান সাফি।তারই ধারাবাহিকতায় আজ বিকাল বেলা আনুমানিক ৫ ঘটিকায় মনেকার বাড়ীর সামনে মেহেদী বেধরক মারপিট শুরু করে। এসময় তার সাথে তার নিজস্ব গুন্ডা বাহিনী ছিল।
এঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং আসামী মেহেদী হাসান সাফিকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামির বিষয়ে খোঁজ খবর নিতে গিয়ে জানা যায় পূর্বে আওয়ামী লীগের রাজনৈতিক কোন ব্যাকগ্রাউন্ড না থাকার পরেও হুট করে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হন এবং গংগাচড়া উপজেলায় তাকে আওয়ামী লীগের রাজনীতিতে একজন অনুপ্রবেশকারী হিসেবেই জানে।