স্টাফ রিপোর্টার॥ রংপুর ফাউন্ডেশন থেকে সম্মাননা পেলেন ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মীর আনিসুল হক পেয়ারা। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে রংপুর টাউনহলে রংপুর ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মানন তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনসি এমপি। মীর আনিসুল হক পেয়ারা অসুস্থ্য থাকায় তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন ছোট কন্যা শিক্ষিকা সাহিনা সুলতানা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।এসময় বানিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনসি এমপি মীর আনিসুল হক পেয়ারার খোঁজ খবর নেন।
বাবার সম্মাননা পাওয়া প্রসঙ্গে সাহিনা সুলতানা বলেন, বাবার জন্য আমরা গর্বিত। বাবা মীর আনিসুল হক পেয়ারা দেশের জন্য ভাষার জন্য লড়েছেন এটা আমাদের অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা সকলের জন্য দেশের জন্য কাজ করার। বাবাকে আজ রংপুর ফাউন্ডেশন থেকে সম্মাননা দেয়া হয়েছে এ জন্য আমরা পরিবারের পক্ষ থেকে রংপুর ফাউন্ডেশনের কর্তৃপক্ষে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বাবার জন্য সবার কাছে দোয়া চাই। বাবা অসুস্থ্য। বাবার ৮৪ বছর বয়স চলছে। বাবা যেন সুস্থ্য থেকে শত বছর বাঁচে।
উল্লেখ্য সাহিনা সুলতানা রংপুর জিলা স্কুলের সহকারী শিক্ষিকা ও রংপুর থেকে প্রকাশিত সাহিত্যের কাগজ মৌচাক এর উপদেষ্টা।