স্টাফ রিপোর্টারঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস সেন্টার পূনরায় চালু হয়েছে। ডায়ালাইসিস সেন্টার এর পানি শোধানাগার বিকল হওয়ায় কিছুদিন থেকে ডায়ালাইসিস বন্ধ ছিল। এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি কতৃপক্ষের নজরে আসে। পরে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু’র উদ্যোগে যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দা আফরোজা বিউটির আর্থিক সহায়তায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি পুণরায় চালু হয়। ডায়ালাইসিস সেন্টারটি উত্তরবঙ্গের কিডনী রোগীর জন্য অন্যতম ভরসাস্থল।সেখানে বর্তমানে ২৪ টি মেশিনের মধ্যে ১৮টি মেশিন চালু রয়েছে। প্রতিদিন তিন শিফটে বর্তমানে ৫৪ জনের ডায়ালাইসিস করা সম্ভব। রমেক অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ সেন্টারটি পরিদর্শনে গেলে কিডনী রোগী ও তাদের আত্মিয়স্বজন সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কিডনী বিভাগের প্রধান ডাঃ মোবাশ্বের আলম সকলকে ট্রিটমেন্ট প্লান্ট ও ডায়ালাইসিস সেন্টার ঘুরে দেখান। এসময় অধ্যক্ষ সেন্টার এর সেবা সার্বক্ষনিক অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।