স্টাফ রিপোর্টারঃ রংপুর রাজশাহী বিভাগে প্রসূতি ফিস্টুলা: অর্জন ও চ্যালেঞ্জ সাংবাদিকদের সাথে নেটওয়ার্কিং সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় জুম মিটিং শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন ল্যাম্ব এর কমিউনিটি হেলথ এন্ড ডেভেলপমেন্ট প্রোগামের পরিচালক লিটন বালা। এতে প্রধান অতিথি থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন রংপুর বিভাগের (স্বাস্থ্য) পরিচালক ডাঃ আহাদ আলী। ভিডিও প্রদর্শনী পরিচালনা করেন ল্যাম্বের ফিস্টুলা প্রজেক্টের পিএম মাহাতাব লিটন। আলোচনা করেন ইউএনএফ বাংলাদেশের টেকনিক্যাল অফিসার ডাঃ অনিমেষ বিশ্বাস, ইউএনএফপিএ বাংলাদেশ প্রোগ্রাম এ্যানালিস্ট -শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইউএনএফ বাংলাদেশের ডাঃ দেওয়ান হক। সভা পরিচালনা করেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার। রংপুর রাজশাহী বিভাগে প্রসূতি ফিস্টুলা: অর্জন ও চ্যালেঞ্জ সাংবাদিকদের সাথে নেটওয়ার্কিং সভায় রংপুর রাজশাহী বিভাগের প্রিন্ট ইলেকট্রনিক সাংবাদিক গণ এতে অংশ নেন।