রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ নেতা সফি’র সমর্থনে নাগরিক সমাবেশ
উন্নয়ন, সম্ভাবনাময় রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন করতে হলে শতবছরের একটি পরিকল্পনা দরকার। অথচ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার দশ বছর হলেও একটি মাস্টার প্লান করা সম্ভব হয়নি। অদক্ষ ও দূর্বল জনপ্রতিনিধির কারনে সারাদেশের অন্যান্য সিটি কর্পোরেশনের উন্নয়নের সাথে পাল্লা দিয়ে উন্নয়ন সম্ভব হয়নি রংপুর সিটির। আমাদের আর ভুল করার সুযোগ নেই। উন্নয়নের মার্কা নৌকাকে জয়ী করে রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন করতে হবে। এজন্য সবার সহযোগিতা চান রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও পরিকল্পিত নগর উন্নয়ন কমিটির আহবায়ক সাফিউর রহমান সফি। শুক্রবার সন্ধ্যায় তাজহাট থানাধীন দর্শনায় পরিকল্পিত নগর উন্নয়ন কমিটি রংপুর আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়জুল হাসান রুবেল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান নান্নু, তাজহাট থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু, হারাগাছ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম, মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি রায়হান আহমেদ মানিক, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি সাফিউর রহমান স্বাধীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এটিএম সামসুল আলম খোকন।
এ নাগরিক সমাবেশে অংশ নেন আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও রাজনৈতি, সামাজিকসহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ।