রঙ্গপুর সাহিত্য পরিষদের শরৎ কাব্য সাহিত্য বৈঠক
স্টাফ রিপোর্টারঃ শরৎ ঋতু উপলক্ষে শনিবার বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষদের শরৎ কাব্য সাহিত্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য বৈঠকে রঙ্গপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন এর সভাপতিত্বে ও লেখক রানা মাসুদ এর প্রানবন্ত সঞ্চালনায় ছড়া পাঠ করেন কামরুজ্জামান দিশারি, জাকির আহমদ, রেজাউল করিম জীবন, কবিরাজ ইসমাইল মোল্লা, জাহিদ হোসেন, কবিতা পাঠ করেন হেলেন আরা সিডনি, তাজুল ইসলাম, মাসুম মোরশেদ, মাসুদ বশীর, রেজাউল কবীর, মারুফ হোসেন মাহবুব, নাসরিন নাজ, আবৃত্তি করেন শরীফ সুমন ও সুমাইয়া বিনতে শুধু। শুভেচ্ছা কথা বলেন তৌহিদা খাতুন সুইটি। পঠিত লেখাগুলো নিয়ে গঠনমূলক আলোচনা করেন সাহিত্যিক সাহিদা মিল্কি। পরে চা চক্রের মধ্য দিয়ে আসর শেষ হয়।