রাঙ্গাকে বাদ দিয়ে রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন
জেলা প্রতিনিধি, রংপুর॥ রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মসিউর রহমান রাঙ্গাকে বাদ দিয়ে নতুন করে আহবায়ক কমিটি গঠন করেছে জাতীয় পার্টি। মঙ্গলবার(২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটিতে বীরমুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টুকে আহবায়ক ও আব্দুর রাজ্জাক কে সদস্যসচিব করে ৩১সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। এর আগে কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।
এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক জানান, আজকে পূর্বের কমিটির ভেঙে দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন পার্টির চেয়ারম্যান। এই কমিটির সবাইকে নিয়ে আগামী সিটি কর্পোরেশন নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা পার্টিকে ঢেলে সাজানো হবে।