**রংপুর নাগরিক সমাজ(RNS) সংগঠনের নিউজ পোর্টাল rnsnews24.com এ স্বাগতম।  *** প্রতিনিধি নিয়োগ*** রংপুর বিভাগের সকল জেলা ও রংপুর জেলার সকল উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ- 01722-882770 ।  *** সবার আগে নির্ভুল সংবাদ পেতে নিয়মিত ভিজিট করুন।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুলনায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন   রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শতাধিক চিকিৎসক নিয়ে ডক্টরস নাইট অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ কে এই রংপুরের আহসানুল হক রংপুরে দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ রংপুর সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী ডালিয়া উঠান বৈঠক অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাজ্জাজের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী কেন্দ্রীয় অনুমোদন পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটি জাল দলিল করে জমি আত্মসাৎ করার ঘটনায় লিপি খান-শিমুল ভরসাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা রসিক স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
লালমনিরহাটের তিস্তা টোলপ্লাজার নিকটে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই ধর্ষক আটক

লালমনিরহাটের তিস্তা টোলপ্লাজার নিকটে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই ধর্ষক আটক

সংবাদদাতা,লালমনিরহাট, ১৪ জানুয়ারি ॥

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা সদরের তিস্তা সেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এক কিশোরী কে বখাটেরা গণধর্ষণ করেছে। এই ঘটনা ছড়িত সন্দেহে পুলিশ দুই ধর্ষককে আজ বিকাল ৫ টায় আটক করেছে। ধর্ষকরা হলো কিশোরীর প্রতিবেশি নির্মল রায়(২৫) ও ট্রাকচালক আতিকুল ইসলাম( ২৫)।

থানা পুলিশ ও প্রত্যক্সদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা সদরের গোকুন্ডা ইউনিয়নের পূর্বদালালপাড়া তিস্তা সেতুর টোলপ্লাজা সংলগ্ন আফজালনগর এলাকায় কথিত পুলিশের সোর্স রিপনের গুদাম ঘরে এই ঘটনা ঘটে। ধর্ষিতা ওই কিশোরীকে তার প্রতিবেশি নির্মল চন্দ্র রায় তিস্তা সড়ক সেতু ও রেল সেতু ঘুরিয়ে দেখানোর কথা বলে মোবাইল ফোনের মাধ্যমে তিস্তা সেতুর টোল প্লাজা ডেকে নিয়ে আসে। পরে কৌশলে তাঁকে প্রতিবেশি নির্মল চন্দ্র রায় কথিত পুলিশের সোর্স রিপনের গোডাউনে নিয়ে যায়। সেখানে কয়ে৩২ক জন মিলে কিশোরীকে গণ ধর্ষণ করে। কিশোরীর এই সময় কৌশলে পালিয়ে এসে তিস্তা টোল প্লাজায় তাঁকে কয়েক জন মিলে ধর্ষণ করেছে বলে কান্নাকাটি শুরু করে দেয়। টোল প্লাজায় থাকা লোকজন দুই ধর্ষককে আটক কওে পুলিশে সোপর্দ করেছে। এরা হলো কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর গ্রামের ত্রিপদ রায়ের ছেলে রেস্টুরেন্ট ব্যবসায়ী নির্মল চন্দ্র রায়(২৮) ও লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া তিস্তা টোলপ্লাজা আফজালনগর এলাকার ট্রাক্টর চালক তৈয়ব আলীর ছেলে আতিকুল ইসলাম(২৫)।

গদও থানার ওসি শাহা আলম জানান, তিস্তা টোলপ্লাজা পুলিশ চেকপোস্টে দায়িত্বরত এসআই নুর আলমকে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর গ্রামে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে জানায়। তাৎক্ষণিক ওই পুলিশ অফিসারের সহায়তায় দুই ধর্ষককে আটক করা হয়। একই সাথে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিস্তা টোলপ্লাজা আফজালনগর এলাকার সেকেন্দার আলীর ছেলে রিপন(৩৫) নামে এক যুবকের গোডাউনে ওই কিশোরীকে ডেকে নিয়ে গিয়ে প্রথমে র্ধষণ করে। পরে নির্মল ও তার বন্ধু আতিকুল ধর্ষণ করেছে। আরো কেউ জড়িত আছে কিনা তদন্ত করা হচ্ছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও তার পরিবারের সদস্যদেও খবর দেয়া হয়েছে।
লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামান, বিষয়টি গুরুত্বেও সাথে তদন্ত করা হচ্ছে। দুই ধর্ষককে আটক করা হয়েছে। অন্যেদেও আটকে অভিযান চলছে। এই বিষয়ে রাতে মামলা দায়ের করা হবে বলে জানান।

সংবাদটি সবাইকে জানাতে আপনার স্যোস্যাল অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করুন




©২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। আর এন এস নিউজ ২৪.কম।