**রংপুর নাগরিক সমাজ(RNS) সংগঠনের নিউজ পোর্টাল rnsnews24.com এ স্বাগতম।  *** প্রতিনিধি নিয়োগ*** রংপুর বিভাগের সকল জেলা ও রংপুর জেলার সকল উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ- 01722-882770 ।  *** সবার আগে নির্ভুল সংবাদ পেতে নিয়মিত ভিজিট করুন।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুলনায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন   রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শতাধিক চিকিৎসক নিয়ে ডক্টরস নাইট অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ কে এই রংপুরের আহসানুল হক রংপুরে দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ রংপুর সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী ডালিয়া উঠান বৈঠক অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাজ্জাজের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী কেন্দ্রীয় অনুমোদন পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটি জাল দলিল করে জমি আত্মসাৎ করার ঘটনায় লিপি খান-শিমুল ভরসাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা রসিক স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
শেরপুরে চটপটি বিক্রেতা খুন হয়েছেন যুবকরে হাতে ।

শেরপুরে চটপটি বিক্রেতা খুন হয়েছেন যুবকরে হাতে ।

শেরপুর প্রতিনিধি,

শেরপুরে এক যুবকের দায়ের আঘাতে এক চটপটি বিক্রেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. শাহা আলম (৫০)। তিনি শেরপুর জেলা শহরের চাপাতলী এলাকার ওয়াহেদ আলীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ সাইদুল ইসলামকে (৩৫) আটক করেছে। সাইদুল শহরের চাপাতলী ঋষিপাড়ার মৃত আলাল উদ্দিনের ছেলে। শুক্রবার রাতে শহরের গৌরীপুর এলাকার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন মীরগঞ্জ কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চটপটি বিক্রেতা শাহা আলম শুক্রবার সন্ধ্যার পর শহরের গৌরীপুর এলাকার নতুন বাসস্ট্যান্ড এলাকায় চটপটি বিক্রি করতে যান। এ সময় শাহা আলমের সঙ্গে যুবক সাইদুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইদুলের তাড়া খেয়ে শাহা আলম দৌড়ে বাসস্ট্যান্ড সংলগ্ন মীরগঞ্জ কাঁচাবাজারে যান। সেখানে ধারালো দা দিয়ে শাহা আলমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন সাইদুল। আশঙ্কাজনক অবস্থায় শাহা আলমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাইদুলকে আটক করে।নিহত শাহা আলমের স্ত্রী বুলি বেগম বলেন, তাঁর স্বামীর সঙ্গে কারও শত্রুতা ছিল না। সাইদুল কেন তাঁর স্বামীকে খুন করলেন তা তিনি জানেন না। তবে এ ঘটনার জন্য দায়ী সাইদুলের বিচার দাবি করেন ।অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন শুক্রবার  রাত ১২টায়  বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ দেননি। আটক সাইদুল নেশাগ্রস্ত ছিলেন। তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেও হত্যার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা বা টাকা-পয়সার লেনদেনের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, আমিনুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি সবাইকে জানাতে আপনার স্যোস্যাল অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করুন




©২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। আর এন এস নিউজ ২৪.কম।