সরকারের কাছে দেশের মানুষ জিম্মি হয়ে পড়েছে…..রংপুরে প্রতিনিধি সভায় আকিল
স্টাফ রিপোর্টারঃ
যুবদল কেন্দ্রীয় নির্বাহি কমিটির সহ-সভাপতি রুহুল আমিন আকিল বলেছেন, বর্তমান সরকারের হাতে দেশের মানুষ আজ জিম্মি হয়ে আছে। এই জিম্মিদশা থেকে মুক্তি পেতে জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটানো ছাড়া বিকল্প কোন পথ নেই। গতকাল বৃহস্পতিবার দুপুরে যুবদল রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রংপুর মহানগর যুবদল কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (রংপুর বিভাগ) চৌধুরী মোহাম্মদ মহেবুললাহ আবু নূরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা পাহলভী মাসুম, সহ সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) ও রংপুর জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও রংপুর মহানগর যুবদলের সভাপতি এডভোকেট মাহফুজ উন নবী ডন। সভায় রংপুর বিভাগের ৮টি জেলার বিভিন্ন ইউনিটের বর্তমান কর্মকাণ্ড ও পরবর্তী করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন, রংপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামসুল হক ঝন্টু, রংপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, সাধারণ সম্পাদক মাসুদ ইসলাম মাসুদ, লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠুল, সদস্য সচিব আমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ, গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী রিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, নীলফামারী জেলা যুবদলের সভাপতি এ এইচ এম রুবেল, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, পঞ্চগড় জেলা যুবদলের আহবায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল, সদস্য সচিব নুরুজ্জামান বাবু, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক তারেক আজিজ প্রমুখ।