সাংবাদিক রফিক সরকারের সুস্থতা কামনায় সিটি প্রেসক্লাবে দোয়া
স্টাফ রিপোর্টারঃ রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকারের সুস্থতা কামনায় সিটি প্রেসক্লাবে দোয়া মোনাজাত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে এ দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, দপ্তর ও প্রচার সম্পাদক আলী হায়দার রনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান আরমান, কার্যকরি সদস্য জুয়েল আহমেদ, জাকির আহমদ, সদস্য এস এম খলিল বাবু, তারিকুল ইসলাম তারেক, নুর মোহাম্মদ, শাহ নেওয়াজ জনি, আল আমিন, নুরুন্নবী নুরু, ফুয়াদ হাসান, হামিম আব্দুল্লাহ, আরমানুল প্রমুখ। দোয়া পরিচালনা করেন সদস্য এস এম শহীদুল ইসলাম। উল্লেখ্য সাংবাদিক রফিক সরকার ব্রেন স্ট্রোক করে বর্তমানে ঢাকার নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।