স্টাফ রিপোর্টারঃ সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির জন্য চেষ্টা রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকায়। জায়গীরহাটের সোনালী ব্যাংক শাখায় ডাকাতির জন্য পাশের একটি মাদ্রাসার কক্ষ থেকে ব্যাংক বরাবর সুরঙ্গ খোঁড়া হয়েছে। তবে সেটি স্থানীয়দের নজরে আসায় পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারেনি চক্রান্তকারিরা।
সোমবার (১৪ জুন) রাত আটটার দিকে ঘটনাটি ঘটে মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নে জায়গীরহাট এলাকায়। জানা যায়, ওই ব্যাংকের অদূরে ফখরুল উলুম সিনিয়র মাদ্রাসা আছে। সেই মাদ্রাসার একটি কক্ষে কে বা কারা দুই তিনদিন আগে একটি বড় গর্ত খোড়ে। যেটি সুরঙ্গ আকৃতির। এবং যেখানে সুরঙ্গটি খোঁড়া হয়েছে তার পাশে বড় পাকা রাস্তা আছে। সেই রাস্তার পরেই একটি সেফটি ট্যাংক তারপরে ব্যাংকটি।
স্থানীয়রা জানায়, করোনার কারণে মাদ্রাসাটি বন্ধ। স্থানীয় ছেলেরা ওই মাদ্রাসার মাঠে ফুটবল খেলছিল। এক পর্যায়ে ফুটবলটি সেখানে যায়। ওই ফুটবল আনেত যায় এক কিশোর। সে সুরঙ্গটি দেখতে পায়। পরে সন্ধায় সে তার বাবাকে বিষয়টি জানায়। ওই কিশোরের বাবা সন্ধায় বাজারে এসে ঘটনাটি বলে, এরপর স্থানীয়রা সেটি দেখতে যায়। খবর পেয়ে সেখানে মিঠাপুকুর থানা পুলিশ এবং ব্যাংকের ম্যানেজার সামিউল ইসলামও ঘটনাস্থলে আসেন।
মিঠাপুকুর থানার ওসি ( তদন্ত) জাকির হোসেন বলেন, এটা খুঁড়ে ব্যাংক পর্যন্ত যেতে পারলে হয়তো একটা বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটতো। সুরঙ্গ আবিষ্কারের পর ব্যাংক কর্তৃপক্ষ সেখানে নিরাপত্তা জোরদার করেছে।