স্টাফ রিপোর্টার॥ ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো স্থায়ীকরণ ও উদ্যোক্তাদের বেতনভাতার দাবীতে স্মারকলিপি প্রদান করেছেন রংপুর জেলার উদ্যোক্তাগণ। বুধবার বিকেলে জেলা প্রশাসক আসিব আহসান এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষে এবং তৃণমুল জনগণের কাছে সরকারি সেবা সহজে পৌছে দেয়ার জন্য ২০১০ সালে ইউনিয়ন ডিজিটাল সেন্টার চালু হয়। দেশের শিক্ষিত বেকার যুবক-যুবতীগণ উদ্যোক্তা হিসেবে এই ডিজিটাল সেন্টারগুলো চালু করেন। দীর্ঘ দশ বছর ধরে উদ্যোক্তাগণ ইউনিয়ন পরিষদে এই ডিজিটাল সেন্টারের মাধ্যমে সরকারি সেবা দিয়ে আসছেন। কিন্তু লক্ষণীয় বিষয়, নির্বাচিত জনপ্রতিনিধি ইউনিয়ন চেয়ারম্যানগণ নিজেদের স্বার্থে প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাতের সরিয়ে দিয়ে নিজেদের লোক দিয়ে সেন্টারগুলো চালাতে পারে এমন আশাংকা তৈরী হয়েছে। তাই ইউডিসি উদ্যোক্তাগণকে ইউনিয়ন পরিষদে স্থায়ীভাবে এবং সুরক্ষিত পরিবেশে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কাজকর্ম পরিচালনা সেই সাথে বেতনভাতার ব্যবস্থা করলে উদ্যোক্তাগণ পারিবারিক জীবনযাাপন করতে পারে এমন দাবী উদ্যোক্তাগণ স্মারলিপিতে তুলে ধরেন। স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন রংপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, ডিজিটাল সেন্টার পীরগাছার উপজেলার পক্ষে মতিয়ার রহমান, গংগাচড়া উপজেলার পক্ষে মমিনুল ইসলাম বাবু, পীরগঞ্জ উপজেলার পক্ষে রেজাউল করিম, মিঠাপুকুর উপজেলার পক্ষে নুর এ হাবীব রানা, বদরগঞ্জ উপজেলার পক্ষে আহসান হাবীব, কাউনিয়া উপজেলার পক্ষে মুনমুন নাহার, তারাগঞ্জ উপজেলার পক্ষে আখতারুজ্জামান, সদর উপজেলার পক্ষে নবদ্বীপ চন্দ্র সরকার।