স্বপ্না সহ বাংলাদেশ নারী ফুটবল টিমকে রংপুর জেলা আ’লীগ নেতার অভিনন্দন
স্টাফ রিপোর্টারঃ স্বাগতিক নেপালি নারী ফুটবল টিমকে ১-৩ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ নারী ফুটবল টিমের ঐতিহাসিক এই শিরোপা অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মফিজার রহমান রাজু।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ নারী ফুটবল টিমের উত্তরোত্তর সাফল্য কামনা করে এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মফিজার রহমান রাজু তার শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশের নারীরা প্রতিটি ক্ষেত্রেই তাদের সফলতার স্মারক রেখে চলছে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে যে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকল আজকের এই শিরোপা অর্জন। আমি প্রত্যাশা রাখবো, বাংলাদেশ নারী ফুটবল দল তাদের সফলতা ধরে রাখবে এবং ভবিষ্যতে শুধু সাফ চ্যাম্পিয়নশিপ নয়, তারা বিশ্বকেই জয় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, আমার নিজ এলাকা রংপুরের পালিচড়ার একটি মেয়েও আজ সাফ ফুটবলের চ্যাম্পিয়নশিপ মুকুটটা এনে দিতে অবদান রাখলো। স্বপ্না নামের মেয়েটি ৪টি গোল করেছে পুরো টুর্ণামেন্টে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া মিনি স্টেডিয়াম আর সহায়তা আজ তাদের বিশ্বজয়ের স্পর্ধা দিয়েছে।