স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতা নার্সেস পরিষদ রচিমহা এর সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্বানাপ কার্যালয়ে আয়োজিত সভায় কারিগরী পেশেন্ট কেয়ার টেকনোলজিষ্টদের কাউন্সিল পরিক্ষায় অংশ গ্রহন, ২ হাজার ৫০০ জন ডাক্তার ও নার্সের বিশেষ সম্মানী ১০৪ কোটি টাকা বরাদ্দে রচিমহার একজন নার্সেরও নাম না থাকা, শাটডাউনে অফিসে আসা যাওয়ার যানবাহন ব্যাবস্হা করন, ১৯৯৯,২০০৩,ও ২০১০ সালে যোগদানকৃতদের মধ্যে সিলেকশন গ্রেড বঞ্চিতদের দ্রুত সিলেকশন গ্রেড প্রদানসহ নানান বিষয়ে ব্যাপক গঠনমূলক আলোচনা হয়।
আলোচনায় স্বানাপ সভাপতি মোঃ ফোরকান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কার্য্যকরি সভাপতি মনোয়ারুল আলম মনা, নার্সিং সুপারভাইজার আতাউর রহমান মন্ডল, সহ সভাপতি মাছুরা, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ হিমু, মাসুদার রহমান মিলন, সেতারা,মাকসুরা,সোহেলা, জাকিয়াসহ আরো অনেকে তাদের মূল্যবান মতামত পেশ করেন।