হনুমান। বনে-বাদাড়ে ঘুরে বেড়ানো এই প্রাণীর সঙ্গে খুব একটা পরিচিত নয় উত্তরের জেলা গাইবান্ধার মানুষ। চিড়িয়াখানায় যাদের পা পড়েছে তারা বাদে বাকিদের পাঠ্যবইয়ে কিংবা পত্রপত্রিকা-টেলিভিশনের পর্দায় প্রাণীটির সাথে পরিচয় ঘটলেও সামনাসামনি হনুমানের সাথে দেখা করার সুযোগ হয়নি তাদের।
কিন্তু হনুমান নিজেই যখন লোকালয়ে ঢুকে পড়ল, তখন প্রহার ছাড়া আর ভালোবাসা জোটেনি এই প্রাণীটির কপালে। নির্দয় মানুষের বেদম প্রহারে শেষ পর্যন্ত পৃথিবী ছাড়া হতে হলো অবলা প্রাণীটিকে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদরের মালীবাড়ী গ্রামে।