১১৫ টি পরিবারে মাঝে সাতদিনের খাদ্য সামগ্রী বিতরণ সারাবাংলার ৮৮ ও ডু নেশনের
স্টাফ রিপোর্টারঃ সুবিধাবঞ্চিত সিনিয়র সিটিজেন ও সুবিধাবঞ্চিত ১১৫ টি পরিবারে মাঝে সাত দিনের ঈদ উপহারও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ডু নেশন সারাবাংলা ৮৮। প্রতিটি ফুড ব্যাগে ছিল পোলাও চাল, চাল, ডাল, তেল, লবন, সেমাই, চিনি, পেঁয়াজ, মরিচ, আদা-রসুন।
পার্বতীপুরের ইয়ং স্টার ক্লাবে খাবার বিতরণ করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সমাজসেবক মামুনূর রশীদ ও সমাজকর্মী মাহাতাব লিটন।
উল্লেখ্য যে ফেইসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন DoNation এর সহায়তায় ৬০টি পরিবার ও সারাবাংলা’৮৮ বন্ধুদের সহয়তায় ৫৫ পরিবারে সাত দিনের ফুড ব্যাগ প্রদান করা হয়।