**রংপুর নাগরিক সমাজ(RNS) সংগঠনের নিউজ পোর্টাল rnsnews24.com এ স্বাগতম।  *** প্রতিনিধি নিয়োগ*** রংপুর বিভাগের সকল জেলা ও রংপুর জেলার সকল উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ- 01722-882770 ।  *** সবার আগে নির্ভুল সংবাদ পেতে নিয়মিত ভিজিট করুন।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুলনায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন   রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শতাধিক চিকিৎসক নিয়ে ডক্টরস নাইট অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ কে এই রংপুরের আহসানুল হক রংপুরে দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ রংপুর সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী ডালিয়া উঠান বৈঠক অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাজ্জাজের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী কেন্দ্রীয় অনুমোদন পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটি জাল দলিল করে জমি আত্মসাৎ করার ঘটনায় লিপি খান-শিমুল ভরসাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা রসিক স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
‘‌আন্টি’ বলায় চটলেন কারিনা‌, দিলেন পাল্টা জবাব

‘‌আন্টি’ বলায় চটলেন কারিনা‌, দিলেন পাল্টা জবাব

আরবাজ খানের আসন্ন ওয়েব শো পিঞ্চে অংশ নিয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর। এই অনুষ্ঠানটিতে সেলিব্রেটিরা নিজেদের সোশ্যাল মিডিয়া এবং ট্রোলিং সম্পর্কে কথা বলবেন।

এদিকে, কারিনা বরাবরই নিজের পোশাক নির্বাচন বা নানা দৃশ্যে তার অভিনয় নিয়ে ট্রোলিং–এর মুখে পড়েন। সম্প্রতি এমনই একটি ট্রোলিং পোস্টে এক নেটিজেন তার মন্তব্যে ‘‌আন্টি’‌ বলেন অভিনেত্রীকে। আর তাতেই বেজায় চটেছেন বেবো বেগম।

ওই নেটিজেন লিখেছেন, ‌আপনি এখন আন্টি হয়ে গেছেন, বাচ্চা মেয়ের মতো কাজ করবেন না।

আরবাজের শোয়ের ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে কারিনা এই মন্তব্য পড়ার পরে খানিকক্ষণ হাসেন, কিন্তু তারপর ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, লোকেরা মনে করেন যে সেলিব্রিটিদের কোন আবেগ বা অনুভূতি নেই। সাধারণ মানুষ সেলিব্রিটিদের অনুভূতির বিষয়ে অজ্ঞ। যেন সেলিব্রিটি, অভিনেতা, অভিনেত্রীদের কোন অনুভূতি থাকতে নেই। আমাদের কেবল সবকিছুই মেনে নিতে হবে।

করণ জোহর, সোনম কাপুর, সোনাক্ষী সিনহা, নওয়াজউদ্দীন সিদ্দিকী, কপিল শর্মা এবং অন্যান্য সেলিব্রিটিদেরও এই শোয়ে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা সবাই নিজেদের ছবি বা ভিডিওর নানা ট্রোলিং মন্তব্য পড়ে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন।

সাম্প্রতিক অতীতেও কারিনার বেশ কয়েকটি ছবিতে তাকে বাজেভাবে ট্রোলড করা হয়েছে। কয়েক মাস আগে একটি সাক্ষাতকারে তিনি বলেছিলেন, ‌যাকে যেটা পরে ভালো দেখায় সেটাই পরা উচিৎ। আমি জানি না মায়ের পোশাক বলে আলাদা কিছু হয় কিনা!‌ নায়িকা মনে করেন, ‌মাতৃত্ব মানে একজন মহিলার নিজের সর্বস্ব ছেড়ে দেয়া নয়।‌

সংবাদটি সবাইকে জানাতে আপনার স্যোস্যাল অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করুন




©২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। আর এন এস নিউজ ২৪.কম।