**রংপুর নাগরিক সমাজ(RNS) সংগঠনের নিউজ পোর্টাল rnsnews24.com এ স্বাগতম।  *** প্রতিনিধি নিয়োগ*** রংপুর বিভাগের সকল জেলা ও রংপুর জেলার সকল উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ- 01722-882770 ।  *** সবার আগে নির্ভুল সংবাদ পেতে নিয়মিত ভিজিট করুন।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে খুলনায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন   রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শতাধিক চিকিৎসক নিয়ে ডক্টরস নাইট অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ কে এই রংপুরের আহসানুল হক রংপুরে দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ রংপুর সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী ডালিয়া উঠান বৈঠক অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাজ্জাজের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী কেন্দ্রীয় অনুমোদন পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটি জাল দলিল করে জমি আত্মসাৎ করার ঘটনায় লিপি খান-শিমুল ভরসাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রংপুরে বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা রসিক স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলনের নির্বাচনী ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন
পরেশ-উর্মিলা-একে অপরকে আক্রমণ ।আসন জিততে হলে কাজ করতে হবে ।

পরেশ-উর্মিলা-একে অপরকে আক্রমণ ।আসন জিততে হলে কাজ করতে হবে ।

মুম্বাই প্রতিনিধি,

বলিউডের দুই ডাকসাইটে তারকা এখন মল্লযুদ্ধে অবতীর্ণ। অবশ্যই তা ঢিসুম-ঢিসুম নয়। রাজনীতির ময়দানে একে অপরকে ল্যাং মারা।
একসঙ্গে তাঁরা একাধিক ছবিতে কাজ করেছেন। এখন একে অপরকে আক্রমণ করতে ব্যস্ত। একজন পরেশ রাওয়াল, অপরজন উর্মিলা মাতণ্ডকর। উত্তর মুম্বাইয়ে কংগ্রেসের প্রার্থী হয়ে উর্মিলা। আসন্ন লোকসভা নির্বাচন লড়তে চলেছেন। বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল গুজরাটের পূর্ব আহমেদাবাদ কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সাংসদ।

ঊর্মিলার কংগ্রেসের হয়ে নির্বাচন লড়া নিয়ে কটাক্ষ করেছেন পরেশ রাওয়াল। সিনেমার তারকারা রাজনীতিতে আসা নিয়ে বিজেপির এই সাংসদ বিদ্রূপের সুরে বলেন, ‘ভালো কথা—আসুন। তবে এঁদের কাজের দিকে বেশি মন দেওয়া উচিত’। ঊর্মিলাকে কটাক্ষ করে পরেশ বলেন, ‘গ্ল্যামার দিয়ে যতই লোকজন টানুন না কেন, আসন জিততে হলে কাজ করতে হবে। জনতা জানে, ওঁরা (যারা অভিনয় থেকে রাজনীতিতে আসেন) কতটা কাজ করতে পারবেন, কতটা নয়।’
তবে চুপ থাকেননি ঊর্মিলা। পাল্টা জবাবে তিনি বলেন, ‘সিনেমার জগৎ থেকে রাজনীতিতে এসেছি। আর এই জগতটাকে ভালো করে জেনেই এসেছি। চলচ্চিত্র তারকা লোকজনকে টানতে পারে বটে, তবে সাধারণ মানুষ কিন্তু বোঝে যে কার কী মর্ম।’
পরেশ রাওয়ালের দিকে আক্রমণ করে ঊর্মিলা বলেন, ‘মানুষ আসল নকলের মধ্যে পার্থক্য বুঝতে পারে। একজন অভিনেতা ভোট পাওয়ার জন্য হাত জোড় করছেন, না আসলে কাজ করতে চাইছেন—এটা সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয় না।’এই দুই বলিউড তারকা চায়না গেট, জুদাই, দৌড়, সত্যার মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এবার রাজনীতিতে দেখা যাক, কে কাকে টেক্কা দেন।

সংবাদটি সবাইকে জানাতে আপনার স্যোস্যাল অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করুন




©২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত। আর এন এস নিউজ ২৪.কম।