প্রধানমন্ত্রীর জন্মদিনে জেলা যুবলীগের আনন্দ মিছিল ও খাবার বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিনে রংপুর জেলা যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও খাবার বিতরণ করা হয়েছে। বুধবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা যুবলীগের বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন, সদস্য ওয়াসিমুল বারী শিমু, শেখ মাহবুব নাসির টুটুল, জাহিদুল ইসলাম বাবু, আহাদ আলী সোহেল, সাফিনুর মমতাজ সজীব, আশিকুর রহমান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।